খ) খাস জমি ব্যবস্থাপনাঃ
১) খাস জমি চিহ্নিতকরণ ও রক্ষণাবেক্ষণ।
২) খাসজমি অবৈধ দখলমুক্তকরণ ওভুলক্রমে ব্যক্তির নামে রেকর্ডভুক্ত হলে তা সংশোধনের পদক্ষেপ গ্রহণ।
৩) নদীর পয়স্তি জমি চিহ্নিতকরণ,দিয়ারা জরিপের ব্যবস্থা ও রেজিস্টারভুক্তকরণ।
৪) ভূমি সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ।
৫) ভূমিহীনদের মধ্যে খাস জমি বিতরণ কার্যক্রম তরান্বিতকরণ।
৬) আশ্রয়ণ, গুচ্ছগ্রাম ও আদর্শ গ্রাম প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভূমিহীনের আবাসন প্রদান/ পুনর্বাসন।