Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা ভূমি অফিস রয়েছে। এই অফিস ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি সংস্কার বোর্ড, বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক এর অধীন পরিচালিত। এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় একাধিক ভূমি অফিস রয়েছে, যা “সার্কেল ভূমি অফিস” নামে পরিচিত।

 

দপ্তর প্রধানের পদবী:  সহকারী কমিশনার (ভূমি)

 

অবস্থানঃ বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের দক্ষিণ পূর্ব এলাকায় অবস্থিত দেবীগঞ্জ উপজেলা। অত্র উপজেলা ভূমি অফিসটি পঞ্চগড় জেলা সদর হতে ৪০ কি.মি. দূরে বোদা- দেবীগঞ্জ-ডোমার-নীলফামারী মহাসড়ক ঘেঁষে দেবীগঞ্জ মৌজার ১ নং খাস খতিয়ান ভূক্ত ৪৫৬ নং দাগের ২.২১ একর জমির উপর অবস্থিত। ইহা পাঁচ কক্ষ বিশিষ্ট এক তলা ভবন।

 

সংক্ষেপেঃ উপজেলার মোট আয়তন ৩০৯.০৪ বর্গকিঃমিঃ। এতে মোট ১০টি ইউনিয়ন এবং ০১টি পৌরসভা রয়েছে। এই উপজেলায় মোট মৌজা ১০৭টি, হাট-বাজার ২৪টি, গ্রাম ৩০৭টি এবং ৭৮,৫১১টি পরিবার/খানা রয়েছে। তাছাড়া এখানে ৪,৮৫৮টি পুকুর, ০৩টি বে-সরকারী মৎস্য বীজ উৎপাদন খামার, ২৫টি এতিমখানা, ১২৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৮টি জুনিয়র বিদ্যালয়, ৪৮টি উচ্চ বিদ্যালয় (সহশিক্ষা), ০৯টি উচ্চ বিদ্যালয় (বালিকা), ১১টি দাখিল মাদ্রাসা, ০১টি আলিম মাদ্রাসা, ০৭টি কলেজ (সহপাঠ), ০১টি কলেজ (বালিকা), ৪৬২টি মসজিদ, ১৯৮টি মন্দির, ০৮টি ব্যাংক (সোনালী-১, জনতা-২, রাকাব-৪ এবং মার্কেন্টাইল-১), ৭৮৪টি শিল্প (ক্ষুদ্র/বৃহৎ) ও ১৩টি পোস্ট অফিস/সাব-পোস্ট অফিস রয়েছে। এছাড়াও নদ-নদী মোট ১০টি (করতোয়া, পাথরাজ, ছাতনাই, বুড়ি তিস্তা, কালিদহ, বাংগা, খরখরিয়া এবং কুড়ুম), স্বাস্থ্য সংক্রান্ত প্রতিষ্ঠান মোট ১০টি, পরিবার পরিকল্পনা বিষয়ক প্রতিষ্ঠান মোট ১০টি, প্রাণি সম্পদ বিষয়ক প্রতিষ্ঠান মোট ০১টি এবং সমবায় সংক্রান্ত প্রতিষ্ঠান মোট ৬৮টি রয়েছে।

 

 

                           ভূমি ও রাজস্ব সংক্রান্ত তথ্যঃ

 

কৃষি জমি
  মোট জমির পরিমাণ    ৬২,১৮৬ হেক্টর
নীট ফসলী জমি ২৭,২৮১ হেক্টর
মোট ফসলী জমি ৫৪,৯২০ হেক্টর
এক ফসলী জমি ১,৭৭৬ হেক্টর
দুই ফসলী জমি ১৬,১০৫ হেক্টর
তিন ফসলী জমি ৯,৪০০ হেক্টর
খাস জমি
মোট খাস জমি ৪,৪৬৯.৯৩ একর
কৃষি ১,৭৮২.০৮ একর
অকৃষি ২,৬৮৭.৮৫ একর
বন্দোবস্তযোগ্য কৃষি ১,৬৬৬.৯৪ একর
বন্দোবস্তকৃত কৃষি ১,৫৮৬.০০৫ একর
অবশিষ্ট বন্দোবস্তযোগ্য কৃষি ৮০.৯৩৫ একর
বন্দোবস্তযোগ্য অকৃষি ৪৬.৮৬ একর
বন্দোবস্তকৃত অকৃষি ১৩.২৬ একর
অবশিষ্ট বন্দোবস্তযোগ্য অকৃষি ৩৩.৬০ একর
বাৎসরিক ভূমি উন্নয়ন কর (দাবী)

সাধারণ=

সংস্থা=

বাৎসরিক ভূমি উন্নয়ন কর (আদায়)

সাধারণ=

সংস্থা

 

 

                                   মহাল সংক্রান্ত তথ্যঃ

 

মোট হাট বাজার ২৪টি
ইজারাকৃত হাট বাজার ২৪টি
ইজারা বহির্ভূত হাট বাজার ০০টি
পেরীফেরীভূক্ত হাট বাজার ২৪টি
বালু মহাল ০৩টি
পাথর মহাল ০১টি
ভাষা কাঠ মহাল ০১টি
পুকুর ০৬টি